
এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে আমন ধান নির্বিঘ্নে ঘরে উঠাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের সাথে প্রচার -প্রচারণা শুরু করেছেন।
গত ১১ অক্টোবর এ প্রচার – প্রচারণা শুরু হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর চিতলমারী উপজেলায় ৫০৫৬ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে।
আমন ধান নির্বিঘ্নে ঘরে উঠাতে উপজেলা স্কোয়াড উপজেলার ভিন্ন ভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে প্রচার – প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে। আজ শিবপুর ইউনিয়ন ও বড়বাড়িয়া ইউনিয়ন উপজেলা স্কোয়াড ঘুরে ঘুরে কৃষকের কাছে গিয়ে আমন ধানের রোগ, পোকা ও ইদুর দমনের বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান এবং এসময়ে পোকা ও ইদুর দমনের লিফলেট বিতরণ করেন।
স্কোয়াডের নেতৃত্বে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কাজী নজির হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুকেশ গোলদার সহ আরো অনেকে।