
এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ১২ অক্টোবর সকাল ৯টায় জাতীয় শ্রমিক লীগের পার্টি অফিসে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলী আমর হোসেন( মিটু)।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি মোঃ হাসমত আলী খান, মোঃ রোকা শেখ, মাওলানা মোঃ সাইফুল্লা।
বাগেরহাট জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফজল খান,বড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মোল্লা সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।