বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন শ্রমীক লীগ নেতা বিএনপি, জামায়াতের এজেন্ট হিসেবে সামাজিক যোগাযোগ (ফেসবুকের) মাধ্যমে অপপ্রচার করায় আঃ রহিম শিকদার (৩৬) কে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, রহিমের বিরুদ্ধে নাষকতা কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাকে গত ০১ অক্টোবর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

উপজেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক আলি আমর হোসেন মিটু সরদার জানান, বড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব আঃ রহিম শিকদার উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকসহ দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার ও বি,এন,পি জামায়াতের নেতা কর্মীদের সাথে মিলে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করেছেন। তার বিরুদ্ধে দ্রত সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান বলেন, বড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব আঃ রহিম শিকদার দলীয় শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থী কাজে জড়িত ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগায়োগ ফেসবুকের মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে চরম ভাবে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করায় ০২ ই অক্টোবর বড়বাড়িয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।

আজ থেকে আঃ রহিম শিকদারের কোন বিষয় দল কোন দায়- দায়িত্ব বহন করবেনা। ফেসবুকের মাধ্যমে তার এই মিথ্যা বনোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *