
শেখ শাহিদুল সিনিয়র স্টাফ রিপোর্টার
বিজয় দশমী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩। মঙ্গলবার (২৪ অক্টোবর ) বিকাল ৪ ঘটিকার সময় চিতলমারী শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসমত হোসেন,চিতলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান,থানার অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান খান,চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নিজাম উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী,অবনী মোহন বসু,শামীম আনোয়ার বাবু,প্রচার সম্পাদক শোয়েল মোল্লা,চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম ,ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি,সাধারন সম্পাদক রবীন হীরা ,তাতী লীগের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা সহ আওয়ামী লীগ,সহযোগী,ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। টুর্নামেন্টে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ একাদশ জয় লাভ করে। এর আগে লাঠি খেলা,নৌকা বাইচ,মেয়েদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের আহ্বায়ক ও চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীষূষ কান্তি রায়।