
রাজধানীতে নিহত ডিবিসি নিউজের অনুষ্ঠান প্রযোজক আব্দুল বারী’র (২৮) জানাজা ও দাফন সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতি স্কুল মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় বিপুল সংখ্যক মুসল্লি তাতে উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার (৮ জুন) দিবাগত রাত ২টার দিকে মরদেহ ঢাকা থেকে নিহতের নিজ বাড়িতে আনা হয়
মরদেহ সেখানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সবাই। শেষ বারের মতো একনজর দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও গ্রামবাসী। তাঁর বাড়িতে এখনও চলছে শোকের মাতম।
আব্দুল বারী সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতি গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে আব্দুল বারি ছিলেন পঞ্চম। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষে আব্দুল বারি প্রথমে যোগ দেন মোহনা টেলিভিশনে। এরপর গত বছরের ডিসেম্বরে জ্যেষ্ঠ প্রযোজক হিসেবে ডিবিসি নিউজে নতুন চাকরি শুরু করেন। থাকতেন ঢাকার একটি ব্যাচলর মেসে। গতকাল বুধবার সকালে রাজধানীল হাতিরঝিল এলাকার লেকের পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।