
নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে রাখাইন প্রেমিক জুটি পালিয়ে বিয়ে করার খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ মে ) তাদের প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা মুলে বিয়ে সম্পন্ন করেছে।
জানা যায়, চৌফলদণ্ডী ইউনিয়নের মধ্যম রাখাইন পাড়া গ্রামের মংফির ছেলে মাংসোছেনের সাথে একই এলাকার থেইনকাইনের মেয়ে জখিনের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। তাদের মন দেয়া নেয়ার এ সম্পর্ককে বাস্তবে রূপ দিতে চাইলে বাধ সাধে উভয়ের পরিবার। পরিবারিক বাধার কাছে হারমানেনি এ প্রেমিক জুটি। শেষ পর্যন্ত একের অপরের হাত ধরে পালিয়ে যায় । এ অবস্থায় তারা নোটারি কার্যালয়ে গিয়ে হলফনামা মুলে ও ধর্মীয় অনুশাসন মেনে বিয়ে সম্পন্ন করে।
এ প্রেমিক জুটির সাথে কথা হলে জানান, আমরা দীর্ঘ ৮ বছর ধরে একে অপরকে ভালোবেসে আসছি । পারিবারিক বাঁধার কারণে আমরা পালিয়ে বিয়ে করেছি এবং এখনো পলাতক আছি ।আমাদের এ প্রেমের সম্পর্ককে একটি মহল অপহরণ নাটক সাজানোর অপচেষ্টা চালাচ্ছে।আমরা উভয়েই প্রাপ্ত বয়স্ক। এ অপহরণ নাটক সাজিয়ে কোন লাভ হবে না।
আমাদের দাম্পত্য জীবনের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমাদের বাবা মা এবং সকলের কাছে আর্শীবাদ কামনা করছি।