আল আমিন স্বাধীন ।
নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মান্দার চৌবাড়িয়া হাটে কুরবানীর শেষ হাট জমে উঠেছে গরু কেনাবেচা । এছাড়াও এই হাটে প্রতি শুক্রবার সকাল থেকে গরু কেনাবেচা করা হয়ে থাকে ।
আজ শুক্রবার কুরবানীর শেষ হাট আর তাই বিভিন্ন দূর দূরান্ত থেকে বেপারিগণ গরু ক্রয় বিক্রয় করতে আসেন ।
জানা যায়, বড় গরুর চেয়ে আজকে মাঝারি ও ছোট গরু ক্রয় বিক্রয় বেশি হওয়ায় বড় গরু বিক্রেতা একটু হতাশ হয়ে পড়েন তারা বলেন আমরা অনেক দূর থেকে গরু বিক্রি করতে এসেছি কিন্তু গরু পরিমাণ মতো দাম না হাওয়ায় গরু ফেরত নিয়ে যেতে হবে ।
এদিকে গরু ক্রয় করতে আসা লোকজনের কাছ থেকে জানা যায় আগের হাটের চেয়ে আজকের হাটে গরুর দাম বেশি হওয়ার কারণে তাদের মাঝারি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন তারা ।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. শায়লা শারমিন বলেন, গত দুই বছর করোনাভাইরাসের কারণে হাটে তেমন পশুর আমদানি দেখা যায়নি। তবে এবার প্রচুর পরিমাণ পশু হাটে আমদানি হয়েছে এবং বিক্রিও হচ্ছে। এ উপজেলা পাঁচজন সদস্য করে দুটি ভ্যাটেনারি টিম রয়েছে। ভ্যাটেনারি এ টিমের মাধ্যমে ফ্রিতে পশুর স্বাস্থ্যসেবা ও প্রেসনেন্সি পরীক্ষা করা হচ্ছে। এতে করে কোরবানিদাতারা স্বাস্থ্যসম্মত ও কোরবানি যোগ্য পশু কিনতে পারছেন। কোরবানিদাতারা আগ্রহ সহকারে পশু পরীক্ষা করে নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *