
মশি উদ দৌলা রুবেল:
ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক ৩০ বোতল বিদেশী মদসহ ০১ জন আসামী গ্রেফতার নিয়মিত মামলা রুজু ও জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামীসহ ০২ জন আসামী গ্রেফতার এবং কোর্টে প্রেরণ।
ফেনী জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে ছাগলনাইয়া সার্কেল), জনাব থোয়াই অং প্রু মারমা মহোদয় এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব সুদ্বীপ রায় এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এর সহযোগীতায় এসআই সুষ্ময় দাশ গুপ্ত, এএসআই সুমন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ১২/০৯/২০২৩ ছাগলনাইয়া থানাধীন, ০৯ নং শুভপুর ইউপিস্থ, চম্পকনগর এলাকায় অভিযান পরিচালনা করিয়া।
৩০ বোতল বিদেশী মদসহ আসামী- আল শাহরিয়ার নাজিম প্রকাশ রুমন(২২), পিতা-নুর মোহাম্মদ, মাতা-জাহানারা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- জামালপুর (অংশ), ওয়ার্ড নং-৭ (মধ্যম জামালপুর, ডিপটি সওদাগর বাড়ী, ৭নং পৌর ওয়ার্ড) , উপজেলা/থানা- জোরারগঞ্জ, জেলা –চট্টগ্রাম।
জিআর পরোয়ানাভুক্ত আসামী- মফিজ উদ্দিন, পিতা-মৃত শেখ আহাম্মদ, সাং-পশ্চিম শিলুয়া, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনীদ্বয়কে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে অদ্য ১২/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।