
ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক করে।
ফেনী জেলার ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব কাজী মোঃ রফিক আহমেদ এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ) মাসুদ হোসেন, এএসআই (নিঃ) নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ইং- ২০/০৬/২০২২খ্রিঃ তারিখ দিবাগত রাতে শুভপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মীর হোসেন প্রঃ মিরু(৪৯), পিতা- মৃত বসু মিয়া , মাতা- করিমের নেছা , গ্রাম- উত্তর বল্লভপুর (চাঁন মিয়া হাজীর বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে ০১ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে মাদকসহ ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।