এইচ এম সালেহ আহমদ
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ’র ছাতকে সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন জাউয়াবাজার ইউনিয়নের রাজনপুর এলাকায় গত শনিবার গভীর রাতে রাস্তার পাশে মাটিতে কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে।
কৈতক এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, রাস্তার পাশে ফুটফুটে ওই নবজাতকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। নবজাতক শিশুটিকে পিঁপড়ার কামড়ে দূর্বল হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই নবজাতকের মা-বাবার পরিচয় কোন সন্ধান পাওয়া যায়নি।
কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের (আরএমও) ডা. রেজাউল ইসলাম জানান, স্থানীয় লোকজন নবজাতকটিকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আমরা নবজাতকের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!