বি এম আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নগরীর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীরা প্রচার প্রচারণায় এবং নানামুখী কর্মসূচীতে ব্যস্ত সময় পার করছেন। গাজীপুর মহানগর ৩৭ নং ওয়ার্ডে এর বিতিক্রম নয় এখানেও সকল কাউন্সিলর পদপ্রার্থী প্রচারণায় নেমেছে, তাঁদের মধ্যে নির্বাচনী জনসমর্থনের শীর্ষে এগিয়ে আছেন মরহুম আব্দুল হাই চেয়ারম্যানের কণিষ্ঠ পুত্র মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল ইতিমধ্যে তিনি তার নির্বাচনী পতিক হিসেবে ঘুঁড়ি প্রতিক বরাদ্দ পেয়েছেন । জুয়েল মন্ডল ছাত্র জীবন থেকেই নেতৃত্বে প্রাঞ্জল ছিলেন , তিনি নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের ব্যানারে। কর্ম জীবনে ব্যবসার পাশাপাশি রাজনৈতিক সমীকরণে যুবলীগের রাজ পথে লড়াই সংগ্রামে অকুতভয় বিপ্লবী নেতা হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। কীর্তিমান পুরুষ হিসেবে ইতিমধ্যে ঘটেছে তার বহিঃপ্রকাশ। রাশেদুজ্জামান জুয়েল মন্ডল শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি একজন শিক্ষানুরাগীও বটে, তিনি গাছার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা স্কুল, কলেজ, মাদ্রাসার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন এবং করে আসছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্গবন্ধু কলেজ উন্নয়ন কমিটির সদস্য সচিব , শহীদ আহ্সান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য, গাছা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে চন্দরা রাহমানিয়া ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা’র ভাইচ চেয়ারম্যান ও দাতা সদস্য, আল-ইহাসান ক্যাডেট মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়’র, হাজী কালুমিয়া উচ্চ বিদ্যালয়’র ,আদ-দ্বীন প্রি-ক্যাডেট হাই স্কুল’র , আমান খান বিদ্যালয়’র, ইসহাকিয়া আশরাফুল উলূম মাদ্রাসা’র জ্ঞান সিন্ধু আইডিয়াল স্কুল’র বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার বিদ্যালয় এই সকল প্রতিষ্ঠান সমূহের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, চন্দরা সুখি নগর প্রাথমিক বিদ্যালয়’র সাধারণ সম্পাদক হিসাবে এবং বায়তুল জান্নাত জামে মসজিদ ( কবরস্থান মসজিদ) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও সাতাইশ চান্দার মঞ্জিল খোলা’র প্রধান উপদেষ্টা হিসাবে আছেন।

রাশেদুজ্জামান জুয়েল মন্ডল তার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন ৩৭ নং ওয়ার্ডে তিনি কাউন্সিলর নির্বাচিত হলে তার পিতা মরহুম আব্দুল হাই চেয়ারম্যান এর মতো আপামর জনসাধারণের সেবায় নিয়জিত থাকবেন। সাধারণ মানুষের নাগরিক সকল সুযোগ সুবিধা প্রধান করবেন, বিশেষ করে যেকোন সনদ প্রতিটি নাগরিকের দোরগোড়ে পৌঁছে দেবেন। যুবসমাজ কে মাদক মুক্ত করতে সোচ্চার থাকবেন। যেহেতু তিনি একজন শিক্ষানুরাগী তাই তিনি শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। কিশোর গ্যাং থেকে ওয়ার্ডবাসীকে সর্বদা সুরক্ষা রাখতে কার্যকারী পদক্ষেপ নিবেন। যুবসমাজের সৃজনশীল রাখতে ক্রীড়া সামগ্রী বিতরন ও খেলার মাঠ বরাদ্দ দেবেন। প্রতিটি গ্রাগে আদর্শ সংগঠন এবং পাঠাগার নির্মান করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

রাশেদুজ্জামান জুয়েল মন্ডল মানবিক যুবলীগের অন্যতম নেতা করোনা বৈশ্বিক মহামারীর সময় তিনি দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ, লকডাউনের কারণ কৃষক ক্ষেতের ফসল কাঁটা কাজের লোক সংকটে নিজেই তার কর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে গৃহে পৌঁছে দিয়েছেন, প্রতি বছর শীত মৌসুমে শীতার্তদের মাঝ শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করে থাকেন, দরিদ্র অসহায় মানুষের প্রাপ্ত বয়স্ক বিবাহ যোগ্য কন্যার বিবাহে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং নগদ অর্থ প্রদান করে থাকেন, এ সকল কর্মকান্ডের জন্য তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন যারফলে গাজীপুর সিটি কর্পোরেশন’র ৩৭ নং ওয়ার্ডের আপামোর জনসাধারণ মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল কে ঘুঁড়ি প্রতিক ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে কাউন্সিলরের আসনে অধিষ্ঠিত কতে চান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!