আলাউদ্দীন আহমেদ স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সরাপপুর মৌজার ১৬৭৯ ও ১৬৫৪ দাগের একটি আইলের সিমানা নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই (লাল মিয়া) এবং আব্দুল কালামের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।

এর পূর্বে জমিটি আরো ৪ বার মাপ দেওয়া হলেও
বিষয়টি অমিমাংশিত থেকে যায়।

মুক্তিযোদ্ধা আব্দুল হাই বাদি হয়ে উপজেলা চেয়ারম্যান অধ্যহ্ম মনিরুজ্জামান মনির কাছে বিষয়টি সমাধানের জন্য আবেদন করলে চেয়ারম্যান মনিরুজ্জামান তা মাধাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের উপর দায়িত্ব অর্পন করেন।

চেয়ারম্যানের আদেশক্রমে, মেম্বর আব্দুল জলিল আহব্বায়ক হয়ে একটি সালিসি বৈঠকের আয়োজন করেন।

৭ নং মাধাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিসে  উপস্থিত ছিলেন মাধাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃসরয়ার হোসাইন , তাড়াশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মীর বকুল হোসেন, মাধাইনগর ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মানিত মেম্বর গন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আশরাফ ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উভয় পক্ষ এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মোট ৯ জন আমিনকে ডাকা হয়।

৯ জন আমিনের মধ্যে ২ জনকে সভাপতি করে সকাল থেকে সন্ধা পর্যন্ত মাপ কার্য পরিচালিত হয়।

সকলের উপস্থিতিতে, আমিন গনের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান সাহেব যে সিমানা নির্ধারন করেন তাতে দুই পক্ষের সম্মতির মধ্য দিয়ে দির্ঘদিনের বিরোধের সমাপ্তী ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *