
নাসিরনগর উপজেলার ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং উপজেলাকে ভুমিহীন ও গৃহহীণ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় (৩য় ও ৪ র্থ দাপে) কুন্ডা ইউনিয়নে ১৮ টি, ফান্দাউক ইউনিয়নে ১১ টি, হরিপুর ইউনিয়নে ২১, বুড়িশ্বর ইউনিয়্নে ১৪৮ টি, গোকর্ণ ইউনিয়নে ২০ টি, চাপড়তলা ইউনিয়নে ১৬ টি ও গুণিয়াউক ইউনিয়নে ২০ টি ঘরসহ মোট ২৫৪ টি ঘর উদ্বোধন করা হবে।