
রংপুরের বদরগঞ্জ ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের তফশীল বর্নিত জমি নেওয়ার কারনে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ পাওয়া যায়।যাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারা হলেন,১।মিজানুর রহমান( ৪০) ২। শাহজালাল (৪২) ৩। ওয়ারেছ মিয়া( ৩৭) ৪। মিনারা বেগম(৩০) ৫। পাকিজা (৬০) ৬। মিল্লাদ( ১৮) ৭। শরিফা বেগম (৫৪)।৮ শামিমা আক্তার (২৫)।৯ জলিল (৫৫)। ১০ হাফিজুর রহমান( ৪৩)। সকলের সাং বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানী পাড়া ইউনিয়নের ঘিরনই মালতলা গ্রামের বাসিন্দা। অভিযোগ সুএে যানা যায় ক্রয়কৃত দলিল নং ১৫৮৩,তারিখ ০৩-০৩-১০১৫খ্রিঃ।জমি কিনার পর সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগান, বাশ,আম গাছ,সুপারী গাছ,সহ বিভিন্ন জাতের গাছপালা লাগাই ও ভোগ দখল করে আসতেছি।
আমি বাহিরে থাকি ও আমার বড় ভাই চট্টগ্রামে থাকায় সকল বিবাদীরা মিলে আমার বাবা,মাকে ঘর হইতে বাহির হতে দিচ্ছে না,তারা আরো বাড়ির সামনে বাঁশের লাঠি,রামদা,রড,চাপাতি, রশি সহ আমার বাড়ির চারপাশ দিয়ে ঘুরপাক করতেছে বাড়ি হতে বাহির হলেই তারা সকলে মিলে আমার মা,বাবাকে জানে শেষ করিয়া দিবে।
গত ০৯-১০-২০২৩ ইং তারিখ সকাল অনুমান০৯: টার সময় আসামিপক্ষরা আমার বসত বাড়ির সামনে আসিয়া আমার বাবা,মাকে হুমকি দিয়ে বলে যে,তোর মা বাবার লাশ গুম করে রাখব,তোদের কে আমরা এলাকায় শান্তিতে বাসবাস করতে দিব না, আমরা সংখ্যায় বেশি দেখি তোদেরকে বাঁচাতে কে আশে,তাদের কেও দেখে নিব।
আমরা সকলে মিলে তোদের কে এলাকায় থাকতে দিব না তোমাদের কে শায়েস্তা করতে প্রয়োজনে নারী শিশুর মামলা দিব জেল খাটাব সম্মান হানি করব,এলাকা ছাড়তে ও সমাজে হেয় প্রতিপন্ন করতে যেটা প্রয়োজন সেটা করব।
আসামিগন দ্বারা আমার বাবা,মাকে সহ আমার পরিবারের লোক জনের যে কোন বড় ধরনের ক্ষতি হওয়ার আশু সম্বাবনা রহিয়াছে।বিবাদীদের হুমকি ধামকির ও ভয় ভীতির কারনে আমার মা,বাবা বাড়িতে মানবতের জীবন যাপন করিতেছে। তাদের ভয়ে এক সপ্তাহ ধরে বাহির হতে না পারায় না খেয়ে আছে শুধু শুকনা খাবার খেয়ে আছেন।আমার মা বাবা বয়স্ক আসামিদের অত্যাচারে মসজিদে গিয়ে নামাজ পর্যন্ত আদায় করতে পারছে না জীবনের ভয়ে।এ বিষয়ে
প্রতিবেশি আনোয়ারাকে জিজ্ঞেস করলে তিনি বলেন ওরা খুবই খারাপ মানুষ, মানুষ কে মেরে ফেলতে ও মিথ্যা মামলা দিতে তাদের কোন ধরনের সময়েই লাগেনা।মাহফুজা বেগম আরো বলেন ঘটনা সত্য জমি নেওয়ার কারনে তারা সকলে মিলে অবরুদ্ধ করে রাখেন। নুরুজ্জামান ও প্রতিবেশী আফজাল কে জিজ্ঞেস করলে সে বলে বাড়িতে অবরুদ্ধ করে রাখছে বাড়ি হতে বাহির হতে দিচ্ছে না তিনি বলেন ঘটনা এভাবে চলতে পারেনা একটা পরিবার কে অবরুদ্ধ করে রাখা ঠিক না।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম কে ফোন দেওয়া হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি সত্যতা যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।