শহিদুল ইসলাম, প্রতিনিধি:

৭ অক্টোবর ২০২৩, শনিবার সিলেট মহানগরীর চৌকিদেখী বাশবাড়ীস্থ গোলাপ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী সদস্য সমাজকর্মী আব্দুল মোমিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, ব্রিটিশ নাগরিক ফ্রেন্ডস অব খাসদবির ইউকে এর চেয়ারপার্সন মিস্টার মাইক শেরিফ, শিক্ষা কেন্দ্রের সিএমসি সভাপতি মোঃ শামিম মিয়া, সহকারী শিক্ষিকা সামিয়া বেগম সহ প্রমুখ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) ও জয়তুন হস্তশিল্প একাডেমি ও জয়তুন নারী শিক্ষা প্রশিক্ষণ একাডেমির সম্মানিত চেয়ারম্যান রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে পরিচালিত।

বক্তব্যকালে অতিথিরা মহৎই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে রান্না করা খাবার বিতরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *