জেলা প্রতিনিধি , আব্দুল কাদের
জয়পুরহাটে প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের ১৫০ জন দাবারু অংশ নেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান খাজা সামছুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমুখ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, দুই দেশের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করতে ও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!