received 892759905542092


সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

প্রতি বছর যোগ্যতার মানদণ্ড বিচারে কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেয়া হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবার ‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে নির্বাচিত হয়েছেন সুচিন্দ্য চৌধুরী (চঞ্চল চৌধুরী), সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু। এ ছাড়া শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ‘শিমু’ চলচ্চিত্রের জন্য সৈয়দা রুবাইয়াত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *