
মোঃ ইলিয়াস শাহ
জামালপুরের বকশীগঞ্জে বাট্রাজোড় ইউনিয়নে পশ্চিম দত্তেরচর( ০৮) তারিখ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকায় সকাল বাজারে তারুণ্যের কাফেলা সংগঠনের উদ্যোগে ২০জন এস ,এস ,সি ২০২৩ সনের কৃতকার্য ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই, ডাইরি, খাতা,কলম,ইত্যাদি বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মাহমুদ হাসান এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব আব্দুর রশিদ,সভাপতি পশ্চিম তত্ত্বেরচর আদর্শ ইসলামিক পাঠাগার । আলহাজ্ব জনাব হাবিবুর রহমান সরকার, আলহাজ্ব জনাব আবু সাঈদ, আলহাজ্ব আব্দুল আজিজ, জনাব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আদর্শ ইসলামী পাঠাগার পশ্চিম দত্তেরচর। জনাব আব্দুল হক তুতা, জনাব আসলাম মাষ্টার, জনাব ফরিদ উদ্দিন আক্তার, জনাব আব্দুর রহমান, জনাব জাকারিয়া ইসলাম, এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে আরো যারা ভিডিও কলের মাধ্যমে বক্তব্যে প্রদান করেন, আসাদুজ্জামান, সোলাইমান হক মাখন, আবু তাহের, রাজা মিয়া, খাইরুল প্রমোখ। উক্ত অনুষ্ঠান সংগঠনের অর্থ সম্পাদক জনাব মনিরুল ইসলামের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে যারা শ্রম দিয়েছেন, তারুণ্য ও কাফেলা সংগঠনের সাধারণ সম্পাদক, জনাব জুয়েল রানা,কৃষি সম্পাদক জামাল হোসেন,উপ দপ্তর সম্পাদক, জনাব, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব বুলবুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব রাজু আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল রানা,সহঃসাংগঠনিক সম্পাদক জনাব আক্রাম হোসেন,পরিকল্পনা সম্পাদক জনাব, রাসেল যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব লিটন মিয়া সহ আরও অনেকেই। তারুণ্যের ও কাফেলা সংগঠনটি মূলত একটি সমাজকল্যাণমূলক এবং গরীব দুঃস্থ অসহায় মানুষের পাশে কাজ করে থাকে পাশাপাশি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে । এতিমধ্যে উক্ত সংগঠনটি এলাকার অসহায় মানুষের ঘরমেরামত সহ পঙ্গুদের হুইলচেয়ার বিতরণ এবং সেবা মূলক কাজের জন্য এলাকার মানুষের কাছে বেশ প্রসংশা কুড়িয়েছেন।অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
মোঃ ইলিয়াস শাহ,
দৈনিক সোনালী সময়
বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।