মোঃ ইলিয়াস শাহ বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টায় বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ কুশলনগর গ্রামের শাররীক প্রতিবন্ধি শামীম মিয়া (২১) বড় চাচা সাইফুল ইসলাম এ-র হাতে নীজ বাড়ীতে খুন হয়েছে। ঘটনায় জানা গেছে, চাচা সাইফুল ইসলাম এর সাথে ১৬ শতাংশ আবাদি জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। ১ দিন পূর্বে বিরোধ পূর্ব জমিতে শামীমের রুপিত বেগুনের চাড়া চাচা সাইফুল তুলে ফেলার জন্য গালমন্দ করছিল। ঘটনার জের ধরে বড় চাচা সাইফুল তার পুত্র মনোয়ার, উজ্জ্বল, আনোয়ার, রাকিবগংরা দেশীয় অস্ত্রাদী নিয়ে সংঘবদ্ধ ভাবে সকাল ৭ টায় ভাতিজা শামীমের বাড়িতে ঢুকে তাকে মারাত্নকভাবে আহত করে। শামীমের মা ও তার শ্যালক জাহাঙ্গীর শামীমকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে, তাদেরকেও মারাত্মক ভাবে কাটা জখম করেছে। মারাত্মক আহত শামীমকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে অবস্থা বেগতিক দেখে জামালপুর জেলা সদর হাসপাতালে রেফাড করে, সেখানও অবস্থা অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শামীম মৃত্যুর কুলে ঢলে পড়ে। আহতরা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। বকশিগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনা স্থল থেকে দেশীয় অস্ত্রাদি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *