আবু জার গিফারী যশোর থেকে:-

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিস যশোর কর্তৃক আয়োজিত মণিরামপুর উপজেলার চালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার সকালে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালাম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, যশোরের সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল বাসার উমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার জনাব বাবলু রহমান, চালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি
জনাব মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের সহসভাপতি জনাব বিধান চন্দ্র রায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অমিতাভ মণ্ডল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক সময় স্কুল ঘর কাঁচা ছিলো, দেশের অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের সাথে সাথে গ্রাম গঞ্জেও এখন পাকা স্কুল,কলেজ ও মাদ্রাসা গড়ে উঠেছে। বছরের প্রথমেই এখন সারা দেশের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাচ্ছে যা বিশ্বের ইতিহাসে বিরল।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে তা অভিভাবক হিসাবে আমাদের খোঁজ খবর নেয়া দায়িত্ব। তারা যেন মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, ঠিকমত লেখাপড়া করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং প্রভৃতি উন্নয়ন ও জনসচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাবেশে দুই শতাধিক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *