এম শাহজাহান মিয়া শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই থেকে আয়নাপুর চলাচলের মেইন রাস্তাটি ভেঙে যাওয়ায় এসব এলাকার স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ জন বিপাকে। এসব এলাকার লোকজনের সাথে কথা বললে তারা বলেন আজ থেকে প্রায় ২০, ২৫ দিন আগে আমাদের এই মেইন রাস্তাটি স্বমেশ্বরি নদী (পাগলা নদী) এবং পাহারি ঢলের পানিতে ভেঙে যায়। আজকে আবার হঠাৎ করে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে হাজারো বাড়িঘর পানি বন্দি হয়ে যায়।বর্তমানে এসব এলাকার লোকজন, পশুপাখি ও বাড়িঘরে পানিবন্দি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারনে আমাদের সন্তানদের লেখা পড়ার অনেক ক্ষতি হচ্ছে।রাস্তা ভাংগার দক্ষিণ ও উত্তর দিক থেকে প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী গুরুচরণ দুধনই আদর্শ উচ্চবিদ্যালয়,আয়নাপুর উচ্চবিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছে না।কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই এলাকাটি এতো অবহেলিত যার কারণে এখন পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা উপজেলা প্রশাসন থেকে রাস্তাটি মেরামতের জন্য কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেয়নি। এসব এলাকার লোকজন খুব জুর তাগিদে অনুরোধ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাংবাদিকদের মাধ্যমে বলেন যেন খুব দ্রুত গতিতে রাস্তাটি মেরামত করে দিয়ে কাংশা,গুরুচরণ দুধনই,পানবর,আয়নাপুর সহ সকল এলাকার শিক্ষার্থী ও মানুষদের যাতায়াতের ব্যবস্থা করে দেয় এবং যে সকল লোকজনের খুব বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে এসে দাড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!