
এম শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদসহ বিপুল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে রাংটিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত বিপুল শ্রীবরদী উপজেলার করুয়া গ্রামের মো: নিজাম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে, ১০সেপ্টেম্বর রবিবার রাত নয়টার দিকে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদসহ তাকে হাতেনাতে আটক করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল আলম ভুঁইয়া বলেন, আটককৃত বিপুল এর নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।