মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মিলটন তালুকদা নামে এক শিক্ষককে মেরে গুরুতর আহত করা ও বিষ জাতীয় ক্যামিক্যাল খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

তিনি গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

এঘটনায় ওই এলাকার সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গেল শুক্রবার (২৪ই জুন) বিকালে বোনের বাড়ি যাওয়ার পথে কোটালিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের ব্রিজের উপর এ মারপিটের ঘটনা ঘটে।

মিলটন তালুকদারের ছোট ভাই সুজন তালুকদার অভিযোগ করে বলেন, আমার দাদা গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি গত শুক্রবার আমার বোনের বাড়ি যাওয়ার পথে কোটালিপাড়ার সড়াইডাঙ্গা ব্রিজের উপর গেলে তার পথরোধ করে বর্ষাপাড়া গ্রামের রবি বিশ্বাসের ছেলে কিবরিয়া বিশ্বাস, রসুল বিশ্বাস ও দুলাল বিশ্বাস।

কিছু বুঝার আগেই আমার দাদাকে বাঁশ ও কাঠ দিয়ে মারপিট শুরু করে। আমার দাদা যখন মারপিটে নিস্তেজ হয়ে পরে তখন তাকে বিষ জাতীয় ক্যামিক্যাল খাইয়ে দেয়। পরে আমরা খবর পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় কোটালিপাড়া হাসপাতালে তাকে ভর্তি করি। অবস্থা অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাতপাতালে রেফার্ড করে। আমার দাদার এখনও জ্ঞান ফিরে আসেনি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর পক্ষ থেকে এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে এই ঘটনার সাথে জড়িত সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

রেফারেন্স আজকের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *