
মনোয়ার হোসেন সেলিম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জেলা ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন এ দক্ষিণ খড়িবাড়ী ৭ নং ওয়ার্ড বিলুপ্ত ছিটমহল ও মাস্টারপাড়া সমাজবাসী মোঃ আয়নাল মিয়ার একমাত্র পুত্র মোঃ ফুলচান মিয়া কালা এর শিশু পুত্র মোঃ নয়ন ইসলাম বয়স (০৮)। কয়েকদিন আগে নয়ন ইসলাম ও তার বাবা স্কুল থেকে বাড়ী ফেরার পথে অটোরিকশা লেগে নয়ন ইসলাম ও তার বাবা ফুলচান মিয়া কালা বাম পা টি ভেঙ্গে যায়। তাৎক্ষণিক মাইক্রো বাসে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিক্ষা নিরিক্ষার শেষে ডাক্তার বলেন শিশু নয়ন ইসলাম এর বাম পা টি কেটে ফেলতে হবে। পরিবার সিদ্ধান্ত মোতাবেক নয়ন ইসলাম এর বাম পা টি কেটে ফেলা হয়। এবং তার বাবা পা টি বাম পা টি এখন পঙ্গু হয়ে গেছে। পরিবার আয়-রোজকার করার মত আর কেউ নাই। একদিকে শিশু নয়ন ইসলাম এর চিকিৎসা আর একদিকে তার বাবা পঙ্গু। গরীব পরিবার এত টাকা পাবে কোথায় এলাকাবাসী সার্বিক সহযোগিতার করে যাচ্ছেন, শিশু নয়ন ইসলাম এর পরিবার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন। একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আসুন সবাই মিলে নয়ন ইসলাম এর পাশে দাড়াই। প্রয়োজনে মোবাইল – ০১৭২৩৭৪৬৪৫১/০১৭৩৭২৪৬৯২৪।