received 671881531581438

মৌসুমী দাস,স্টাফ রিপোর্টারঃ

ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা-৪ তথ্য ঝুঁকি মোকাবেলায় শ্রেণী কার্যক্রমের বাইরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। মানববন্ধনে লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, শ্রেণী শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। যা আমাদের নতুন শিক্ষা কার্যক্রম ২০২১ অনুযায়ী পরিচালিত হয়ে থাকে।

রোববার (১৫-১০-২০২৩) সকাল সাড়ে ১১ টায় বাঘা  মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে লিখা ছিল “আমার পিন কোড, আমার সম্পদ, তথ্য ঝুঁকি মোকাবেলা করি, নিরাপদ জীবন গড়ি, তথ্য পাবে জনগণ, তথ্য সবার উন্নয়ন”

সহকারী শিক্ষক নাইস সুলতানা পারভিনের তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, সহকারী প্রধান শিক্ষক বাবুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মিজানুর রহমান, সীমা রানী, সব্যসাচী পলাশ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পলাশ আহমেদ, রহিমা খাতুন, সুমাইয়া খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *