
ডিমলা,নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় ডিমলা বিজয় চত্বরে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার এর সভাপতিত্বে, ও বাংলাদেশ আওয়ামী ছাত্র লীগ ডিমলা উপজেলা শাখার আহবায়ক আবু সায়েম সরকার এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল হক ভূইয়া, ডিমলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ডিমলা সদর ইউপি সদস্য হাসানুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় সকলকেই ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার আহবান জানান তারা।
এতে ডিমলা সদর ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সকল সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এরপর সভার সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।