screenshot 2023 10 16 14 42 12 28 965bbf4d18d205f782c6b8409c5773a4~2


ডিমলা, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে পড়ে ৮৭ হাজার টাকা খুইয়েছেন রামপ্রসাদ (৭০) নামে এক ব্যক্তি। উপজেলা সদরের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পাশে রাস্তায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রাম প্রসাদ সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । তাঁদের ধারণা, এই প্রতারক চক্রের মূল হাতিয়ার হলো ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস খ্যাত স্কোপোলামিন। যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগীরা।

রামপ্রসাদ জানায়,গতকাল দুপুরের দিকে দোকানমালিক তাঁকে ৮৭ হাজার টাকা ইসলামী ব্যাংকের শাখা থেকে দুটি হিসাব নম্বরে পাঠাতে বলেন। ‘ব্যাংকের ৫০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো ছিল। ওই অটোরিকশাতে আগে থেকে দুজন বসে ছিলেন। ব্যাংকের কাছাকাছি পৌঁছানো মাত্র অটোরিক্সায় বসে থাকা এক ব্যক্তি কয়েকটি বিদেশি নোট দেখিয়ে বলেন, ভাই এই টাকা কি ঠিক আছে, কোথায় ভাঙানো যাবে? আপনি একটু দেখে দেবেন। ঐ ব্যক্তির কথায় রামপ্রসাদ বিশ্বাস করে টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে।

রামপ্রসাদ আরও বলেন, এরপর ছিনতাইকারীরা আমাকে বলে আপনার কাছে যা আছে আমাদের দেন। আমি তাদের কথামতো আমার কাছে থাকা ৮৭ হাজার টাকা তাদের হাতে তুলে দিই। তারা আমাকে রেখে টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে।’

দোকানমালিক মোশাররফ হোসেন বলেন, ঐ কর্মচারী ধোঁকাবাজির শিকার হয়েছেন। দোকান থেকে ব্যাংকের দূরত্ব আনুমানিক ৩০০ গজ। মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *