এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মাদার ডেন্টাল কেয়ারে অভিজান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে আদালত বসিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি, শহরস্থ মাদার ডেন্টাল কেয়ারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আসেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেট দেখতে পান, ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বিলবোর্ড টাঙ্গিয়ে নিজেই চিকিৎসাসেবা দিতেন ওই ডেন্টাল কেয়ারের স্বর্ত্বধিকারী রাসেল আহমেদ। ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেল আহমেদ’কে সেবাগ্রহীতাদের সাথে প্রতারনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫২ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল উপস্তিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে স্যানেটারী ইন্সপেক্টর আল আমীন রহমান অভিযোগ উপস্থাপন করেন। আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদার ডেন্টাল কেয়ারে সেবা গ্রহীতাদের সাথে প্রতারণার বিষয়টি পরিলক্ষিত হওয়ায় ওই ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
০১৭১৪৯৪৭১২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *