received 1802391316884455


এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ভ্রাম্যমান আদালতে অবৈধ ডিস ব্যবসায়ী নিউ ডিজিটাল ক্যাবল টেলিভিশনের প্রোপাইটর শ্যাম রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
(২৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে ষ্টেশন রোডস্থ মসজিদ গলিতে নিউ ডিজিটাল ক্যাবল টেলিভিশনের অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নের্তৃত্বে এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান, ডোমার থানার এএসআই প্রফুল্ল চন্দ্র রায় সহোযোগিতা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত ২০০৬ সালের (৪) ১ ধারা লঙ্ঘনের দায়ে ২৮ এর (২) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, লাইসেন্সের জন্য আবেদন করেছে, লাইসেন্স ছাড়া ক্যাবল টেলিভিশন পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। তারা দ্রুত লাইসেন্স প্রাপ্ত হবেন এমন মৈখিক শর্ত সাপেক্ষে ২৮ এর (২) ধারায় জরিমানাপ্রাপ্ত হন। উল্লেখ্য, গত ২৯/০৩/২০২৩ইং তারিখ মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন ঢাকা বরাবর জেবুন পারভীন স্বত্বাধিকারী ক্যাবল নেটওয়ার্ক ডিসিএনের পরিচালক রাশেদ মাহমুদ উজ্জ্বলের অভিযোগের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর গণশুনানিতে স্কাই ক্যাবল নেটওয়ার্কের পরিচালক বদরুলের বিরুদ্ধে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
এতে বলাহয় ক্যাবল নেটওয়ার্ক আইন ২০০৬ এর আদেশ মোতাবেক বদরুলের ক্যাবল নেটওয়ার্ক অপারেটিং ও ফিড অপারেটিং লাইসেন্স কোনটিও নাই, তাই ক্যাবল নেটওয়ার্ক টেলিভিশন আইন ২০০৬, ৪ এর (১) ধারা মোতাবেক ২য় পক্ষ বদরুল ফিড ক্যাবল লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করেছেন। আইন মোতাবেক লাইসেন্স না হওয়া পর্যন্ত ব্যবসা করার সুযোগ না থাকলেও শুরু থেকে নানা ছলচাতুরীর মাধ্যমে অবৈধ ব্যাবসা করছেন ২য় পক্ষের পরিচালক বদরুল হক। পরে বদরুল হক কৌশলে শ্যাম রায়কে স্কাই ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়িক পার্টনার করে ও তাকে আড়ালে রেখে বৈধ কাগজ ছারাই ব্যাবসার ফন্দি আটলেও বদরুল হককে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছিলে। পাশাপাশি সহকারী কমিশনার ভূমি’কে দ্বায়িত্ব দেয়া হয় মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *