এমদাদুল হক মাসুম ,ডোমার প্রতিনিধি: ‘‘বিলম্বিত প্রসবরোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’’ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরনের লক্ষ্যে নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের সহযোগীতায় ওমেন হপস্ ইন্টারন্যাশনাল বাস্তবায়ন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল আমীন রহমানের সঞ্চালনায় ফিস্টুলা বিষয়ক মুল আলোচনা উপস্থাপন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল।
এসময় ল্যাম্ব এর টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, ফিল্ড কো-অডিনেটর তোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন। ফিস্টুলা বিষয়ক আলোচনায় ডা. কামরুল হাসান নোবেল বলেন, প্রসবজনিত কারনে ফিস্টুলা ও টিআর হয়ে থাকে। দক্ষ নার্স এবং সঠিক নিয়ম মেনে প্রসব করানো হলে এই ভয়াবহ রোগ থেকে পরিত্রান সম্ভব। এরপরও কেও এই রোগে আক্রান্ত হলে সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা গ্রহনে সম্পূর্ণ রুপে ভালো হওয়া যায়।
উল্লেখ্য আগামী ৪ অক্টোবর ফিস্টুলার পরিক্ষা নিরিক্ষা করে আক্রান্তদের পরবর্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা খরজে অপারেশন ঔষধ সহ সরবরাহ করবে ল্যাম্ব।
#
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
০১৭১৪৯৪৭১২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!