এম শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ
ড্রাগন ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ঝিনাইগাতীর আল-আমিন। আল আমিন উপজেলার
গৌরীপুর ইউনিয়নের কালাকুড়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি প্রথমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর- গাজীপুর থেকে উদ্ভাবিত হয়ে, দেশের মাটি ও আবহাওয়ার উপযোগী, বারি-১ জাতের সাড়ে চার শত লাল ড্রাগনের চারা রোপন করেন। বাগানের ফল আর বিভিন্ন বয়সী চারা বিক্রি করেই তার বার্ষিক আয় হয় পাঁচ লাখ টাকা। ড্রাগন চাষি ও হাজী এগ্রো এন্ড নার্সারি প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আল আমিন জানান, তিনি ২০০৬ সালে বনগাঁও হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বি,এ,এফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা সরকারি তিতুমীর কলেজ থেকে (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগে অনার্স-মাস্টার্স পাশ করেন তিনি। ছাত্র জীবনের পাশাপাশি আল আমিন ঢাকায় নূর ট্রেড হাউস কোম্পানিতে চাকুরী করতেন। বিভিন্ন দেশ থেকে ড্রাগন সহ অন্যান্য ফল আমদানি করে সরবরাহ কাজে নিয়োজিত ছিলেন তিনি। পরবর্তীতে সেই ফল গুলোই দেশের মাটিতে উৎপাদন করতে উদ্বুদ্ধ হন।

২০১৯ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর থেকে উদ্ভাবিত দেশের মাটি ও আবহাওয়ার সাথে উপযোগী বারি-১ জাতের সাড়ে ৪ শত লাল ড্রাগন চারাসহ ১টি প্রকল্প দেওয়া হয় তাঁকে। ওই বছরের মে মাসে তার নিজস্ব পঁঞ্চাশ শতাংশ জমিতে ড্রাগন ফলের চারাগুলো রোপণ করেন। সঠিক নিয়মে বাগানের আগাছা কর্তন আর বাগান পরিচর্যার মধ্যদিয়ে, ৯ মাস পরেই ওই বাগানে প্রচুর পরিমাণ ফল আসতে শুরু করে। পাশাপাশি প্রত্যেক গাছের গোড়ায় অসংখ্য নতুন চারা গজায়। এদিকে, তিনি ড্রাগন ফলের পাশাপাশি মাল্টা ৪০ শতাংশ, সিডলেস পেয়ারা ২৫ শতাংশ, সিডলেস লেবু ৫০ শতাংশ সহ মোট ১একর পয়শট্টি শতাংশ জমিতে গড়ে তুলেন উৎপাদনমুখী বাগান। নাম রাখা হয় ”হাজী এগ্রো এন্ড নার্সারি”।

আল আমিনের এই ব্যাবসায় তিনি একাই লাভবান হননি বরং এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় আরও বেশ কিছু শ্রমিক পরিবারের।

উপজেলার কদমতলী বাজার সংলগ্ন কালাকুড়া
”হাজী এগ্রো এন্ড নার্সারি” থেকে বারি ওয়ান লাল ড্রাগন ফল, বারি ওয়ান মাল্টা, বারি ফোর সিডলেস পেয়ারা, ও সিডলেস লেবু এখন রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

হাজী এগ্রো এন্ড নার্সারি প্রতিষ্ঠানটি গড়ে তোলার পর থেকে তাকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি।
সব মিলিয়ে তার বার্ষিক আয় থাকছে প্রায় ৫ লাখ টাকা। ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!