
তথ্যমন্ত্রীর সাথে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাক্ষাতঃ ইউনিয়ন কমিটির সম্মেলন বিষয়ে আলোচনা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুন) ঢাকাস্থ মন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন কমিটির ত্রি বার্ষিক সম্মেলন করার লক্ষ্যে এ সাক্ষাতে তথ্যমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ২০২৩ সালের নির্বাচনে অগ্রনী ভূমিকা পালন করার অভিপ্রায়ে রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটকে আরো সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও বেগবান করার তাগিদ দেন।
মন্ত্রী এ সময় রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভূয়সী প্রশংসা করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো নাছির উদ্দিন রিয়াজ, সাধারন সম্পাদক মো দিদারুল আলম দিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।