img 20231021 135443 298

আলাউদ্দীন আহমেদ

সিরাজগঞ্জ জেলার  তাড়াশ উপজেলার সরাপপুর গ্রামে এক আজব শিশুর জন্ম হয়েছে।

সরাপপুর দক্ষিণ পাড়া মো: নজরুল ইসলামের বাড়ীতে এই ঘটনা ঘটেছে।

মো: নজরুল ইসলামের স্ত্রী সাত মাসের গর্ভবর্তী ছিলেন, গত কয়েক দিন ধরে তিনি শারীরিক ভাবে অসস্তি বোধ করলে ডাক্তারের পরামর্শ নিতে যান, ডাক্তার আল্ট্রাস্নোগ্রাম করে দেখতে পান বাচ্চার মাথা নেই, কপালের উপর বড় বড় চোখ   হাত, পা গুলো ও অনেক বড় বড়।

আজ শনিবার এই বাচ্চাকে মৃত অবস্থায় সিজার করা হয়েছে। এই আজব বাচ্চা দেখতে অনেকেই ভির জমাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *