
সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের ঘড়গ্রাম ওয়াবধা বাঁধ থেকে রফিকুল ইসলামের জমি পর্যন্ত মাটির রাস্তা পুনঃনির্মাণ প্রকল্পে টিআর হিসেবে বরাদ্দ হয় ১,৬১,৯৩৩ টাকা। উপজেলা পিআইও কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত ২৪ এপ্রিলে ৮৯ বিলে অর্থ বরাদ্দ হয়।
ওই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে সিদ্দিক ওই প্রকল্পের সভাপতি হিসেবে সোনালী ব্যাংক তাড়াশ শাখায় ৪২১৭৬০১০১৫৪৭৯ হিসাব নম্বরে গত ১৯/০৫/২২ তারিখে ৮০,৯৬৬/- ও ১৩/০৬/২২ তারিখে -৮০,৯৬৬/- দুই ধাপে বরাদ্দকৃত শতভাগ টাকা জমা করেন। পরবর্তীতে সব টাকা উত্তোলনও করা হয়েছে।
সরেজমিনে খোঁজ নিতে গেলে স্থানীয় আব্দুস সালাম, রফিকুল ইসলাম, আবুল কালাম ও মামুন জানান, প্রকল্পের সভাপতি রাস্তার মাথায় নামে মাত্র ৩/৫ গাড়ি মাটি ফেলে পুরো সংস্কার কাজ দেখান। যা বর্তমানে পানির তলে নিমজ্জিত।এদিকে প্রকল্পের সভাপতি সিদ্দিক জানান, একশ ভাগ কাজ শেষ হয়েছে, কাজের মানও খুবই ভালো হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা পিআইও কর্মকর্তা নুর মামুন জানান, প্রকল্পের টাকা দুই কিস্তিতে ছাড় করা হয়। প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, কাজ শেষ হয়নি, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি।