আলাউদ্দীন আহমেদ স্টাফ রিপোর্টার

 

তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনয়নে স্থানীয় সমস্যা চিহ্নিত ও সমাধানকল্পে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম।

সোমবার ৩০ মে দুপুরে উপজেলা প্রশাসন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়নকর্তৃপক্ষ(বিএমডিএ) কর্তৃক মত বিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চ‌লের ব‌রেন্দ্র বহুমু‌খী উন্নয়ন প্রক‌ল্পের প‌রিচালনা বো‌র্ডের সদস‌্য ও বাংলা‌দেশ কৃষকলীগ কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সহ-সভাপ‌তি কৃ‌ষি‌বিদ সাখাওয়াত হো‌সেন সুইট।

এ সময় বক্তব্য রাখেন উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান অধ‌্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, জেলা বিএ‌ডি‌স`র প্রকৌশল মো. নজরুল ইসলাম, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান মো. আনোয়ার হো‌সেন খান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো.বাবুল শেখ, আব্দুল খা‌লেক, ময়নুল হক, জ্ঞ্যানেন্দ্রনাথ বসাক, জুলফিকার আলী ভুট্টো, মেহেদী হাসান ম্যাগনেট, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, অতিরিক্ত কষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *