সাথী সুলতানা স্টাফ রিপোটার

সিরাজগঞ্জের তাড়াশে কলেজ মাঠে মাদক সেবনে বাধা দেয়ায় দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের নৈশ্যপ্রহরী মোঃ মোজাম্মেল হককে (৫৫) পিটিয়ে আহত করছে মাদকসেবীরা। সোমবার রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কলেজের নৈশ্যপ্রহরীর ছেলে নাজমুল হক বাদী হয়ে ২জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে মাদকসেবনকারী ও হামলায় জড়িত প্রধান আসামী দোবিলা গ্রামের রেশমা খাতুনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২০) ও মোবারক হোসেনের ছেলে মোঃ শাকিল (২০) গ্রেফতার করা হয়েছে ।
মামলা সুত্রে জানা যায়, দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের নৈশ্য প্রহরী মোজাম্মেল হক প্রতিদিনের ন্যায় কলেজে ডিউটি পালন করতে যান। এ সময় রাত সাড়ে ৮টার দিকে দোবিলা গ্রামের চিহিৃত মাদকসেবী মোঃ সাব্বির হোসেন (২০) ও মোঃ শাকিল (২০) ৫/৬জন কলেজ মাঠে গাজাঁ সেবন করছে। তাৎক্ষনিক কলেজ মাঠে তাদের তাদের মাদকসেবন করতে বাধা দেন। তাদের বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে এলোপাতারী মারধর শুরু করে। মামলার প্রধান আসামী সাব্বিরের হাতে থাকা দেশীয় দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় নৈশ্র প্রহরী মোজাম্মাল হকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মাদক সেবককারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রেফার করা হয়।
দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান জানান,মাদকসেবনে বাধা দেয়ায় নৈশ প্রহরী মোঃ মোজাম্মেল হককে পিটিয়ে আহত করায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে ও থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *