received 1003329584073586

 

আলাউদ্দীন আহমেদ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে মো: রন্জু ফকির (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অটোভ্যানচালক।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকার ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রন্জু ফকির উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আরমান ফকিরের ছেলে এবং বিনসাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ।
ঘটনাস্থলেই রন্জু ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: ফিরোজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী ট্রাকটি উত্তর ওয়াবদা বাঁধ থেকে দ্রুত গতিতে মোড় ঘুরতেই অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ওই অটোভ্যানের যাত্রী রন্জু ফকির ট্রাকের চাকার নিচে পড়ে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *