
সাব্বির মির্জা স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে ৩টায় সময় উপজেলা নওগাঁ ইউনিয়নের কালুপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য আলহাজ্ব কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট এ কম্বল বিতরন করেন।
কৃষকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম রাঙ্গা, সভাপতিত্বে ও নওগাঁ ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুস সামাদ খন্দকার,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা ,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউনুস আলী তাড়াশী, তাড়াশ উপজেলা কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম শহীদ, মোঃ সেলিম রেজা তাড়াশ সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রাথী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম , নওগাঁ ইউনিয়ন সাবেক যুবলীগের সভাপতি মো মনিরুজ্জামান রিপন , তাড়াশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রাথী সুমন তালুকদার , নওগাঁ ছাএ লীগের সভাপতি মোঃ বুলবুল আহমেদ মিলন প্রমুখ।