
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খাঁন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদাউস,তাড়াশ থানার অফিসার ইন-চার্জ মো. শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনোয়ার হোসেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, বীর মুক্তিযোদ্ধা এস,এম ,আব্দুর রাজ্জাক,তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ ও তাড়াশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।