
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাগের মোড়ে প্রতিদিন বহিরাগত অচেনা নতুন মুখের আগমনে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। ওরা কারা কি তাদের পরিচয় গভীর রাত থেকে ভোর পর্যন্ত কেনো ওদের অবস্থান, ওদের কাজ কি, ওরা কার কাছে আশে, কে ওদের আশ্রয়-পশ্রয় দেয় ইত্যাদি হাজারো প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। এদিকে এলাকায় হঠাৎ করেই বহিরাগত এসব অচেনা নতুন মুখের আগমনে জনমনে নানা উদ্বেগ-উৎকন্ঠা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, রাজনৈতিক পরিচয়ের একটি প্রভাবশালী মহলের
চ্ছত্রছায়ায় বাগের মোড়ে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত্য বহিরাগত অচেনা মুখের আগমণ ঘটে। প্রতিদিন রাতেই চলে পোল্ট্রি ও রাজহাঁসের রান্না এবং কথিত পুকুর পাড়ে বসে আড্ডা ও চোলাইমদ সেবনের আসর, চলে জুয়া, অসামাজিক কর্মকান্ড, টিনের ঘরে রয়েছে নারীসঙ্গ উপভোগের সুযোগ, কথিত পুকুর পাড় এখন অসামাজিক কর্মকান্ডের নিরাপদ আশ্রয়াস্থল হয়ে উঠেছে বলে জনশ্রুতি রয়েছে। প্রশাসনের নজরদারি না থাকায় দিনদিন তারা হয়ে উঠেছে আরো বে-পরোয়া বলে আলোচনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, জনৈক আব্দুল করিমের নেতৃত্বে টিনের ঘরে নারীসঙ্গ উপভোগের আসর বসে, এছাড়াও মাছের গাড়িতে মাদক পাচারের মতো ঘটনা ঘটে বলেও মানুষের মুখে মুখে আলোচনা রয়েছে। আবার এসব অচেনা মুখের অবস্থান এবং গতিবিধিও বেশ সন্দেহজনক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বাগমারা ও মোহনপুর উপজেলার দুর্গম পল্লী এলাকা থেকে আশা এসব অচেনা নতুন মুখ নিয়ে এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বাগের মোড় ও কথিত পুকুর পাড়ে প্রতিদিন রাতে প্রশাসনের নজরদারি কামনা করেছেন।