আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চকপ্রভুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মতিউর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুদ্দিন বাদি হয়ে তানোর সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার(টিও)লিখিত অভিযোগ করেছেন।স্থানীয় অভিভাবকগণ প্রধান শিক্ষকের অপসারণের দাবি করেছেন।
স্থানীয়রা জানান, চকপ্রভুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযমিত স্কুল করেন না। তিনি ল্যাপটপ চালাতে পারেন ল্যাপটপ বাড়িতে রাখেন। এছাড়াও স্কুলের সভাপতিকে না জানিয়ে আমগাছ টেন্ডার দিয়ে টাকা আত্মসাৎ। এদিকে বিগত ২০১৯-২০২০ অর্থবছরে স্কুল মেরামতের জন্য ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়, ২০২০-২৯২১ অর্থবছরে স্লীপের ৫০ হাজার টাকা ও ২০১১-২২ অর্থবছরে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। কিন্ত্ত কৌশলে ফাঁকা চেকে সভাপতির স্বাক্ষর নিয়ে প্রধান শিক্ষক তেমন কোনো কাজ না করেই এসব টাকা নয়ছয় করেন। এমনকি তিনি কাউকে হিসাব দেন না। আবার সহকারী শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন বলেও অভিযোগ রয়েছে। এবিষয়ে জানতে প্রধান শিক্ষক মতিউর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তাকে ফাঁসাতে এসব মিথ্যাচার করছে। এবিষয়ে সভাপতি শামসুদ্দিন বলেন, উপজেলা শিক্ষা অফিসারকে অভিযোগ করেছি, তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *