স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর সাধারণ সম্পাদক ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী’র পক্ষ থেকে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এক এতিম মেয়ের বিয়েতে আর্থিক অনুদান দিয়েছেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এতিম মেয়ের বাড়িতে এ অনুদান প্রদান করেন।

তারেক আজিজ চৌধুরী বলেন মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব পক্ষে সাধ্যানুযায়ী মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছি।

অসহায় মানুষের সেবা করার কথা উল্লেখ করে তারেক আজিজ চৌধুরী বলেন,বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন। আমরা সেই পথ ধরে অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত,লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী সমাজের হতদরিদ্র,সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দু:স্থ ও অসহায়দের সাহায্যে প্রতিনিয়ত এগিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!