
তালামীযের কর্মীবৃন্দ হুসাইন ( রাঃ) চেতনায় উজ্জীবিত হয়ে জীবন গঠন করার আহব্বান জানান
এইচ এম সালেহ আহমদ
সহ বার্তা সম্পাদক
মাওঃ কে এম নজমুল হক নসিব সাহেব, তিনি আর বলেন,
শহীদের কারবালার ঘটনা থেকে তালামীযের সৈনিকগণ শিক্ষা নিতে হবে, হযরত হুসাইন ( রাঃ) সত্য ন্যায় প্রতিষ্টা করার জন্য শহীদি পেয়ারা পান করে ইসলাম কে আল্লাহ জমিনে প্রতিষ্টিত করে গিয়েছেন, তোমরা ও সত্য ন্যায় প্রতিষ্টিত করার জন্য আপোষহীন হতে হবে। তালামীযে ইসলামিয়া নোয়ারাই পশ্চিম ইউনিয়ন শাখা কর্তৃক আশুরা উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন,
বাংলাদেশ আনজুমানে তালামীয ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার আওতাধীন নোয়ারাই পশ্চিম ইউনিয়ন শাখার আশুরা উপলক্ষে আলোচনা সভা অদ্য ২৯ জুলাই ২৩ং, শনিবার, হযরত শাহ পরান রহঃ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুহাম্মদ মঈন উদ্দিনেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার এর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অথিতি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সদস্য মাওঃ নজমুল হক নসিবি,
উদ্বোধকের বক্তব্য রাখেন অত্রঃ মাদ্রাসার সুপার মাওঃ জুয়েল আহমেদ জামিল,
বিশেষ অথিতি’র বক্তব্য রাখেন ছাতক উত্তর উপজেলা তালামীযে সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান মুন্সি, অর্থ সম্পাদক সেবুল আহমেদ,দোয়ারা পুর্ব উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, লক্ষবাউর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাঃ আব্দুর রহমান প্রমুখ।