
সাতক্ষীরার তালায় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউমার ক্যান্সার আক্রান্ত কাঞ্চন রানী নামে এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) ,বিকাল ৫টা সময় । এই অর্থ বিতরণ করা হয় ।
সে আটারই গ্রামে রনজিত স্ত্রী । নগত অর্থ পেয়ে ক্যান্সার আক্রান্ত কাঞ্চন রানী ছেলে দীপাঙ্কর জানান, অনেকদিন যাবত আমার মা অসুস্থ অবস্থায় অনেক দিন ধরে ভুগছেন আর্থিক সংকটের কারণে আমার মা কে ঠিক মতো চিকিৎসা করাতে পারছি না। আজকে এই অর্থ পেয়ে আমাদের অনেকটা উপকার হয়েছে। সে সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমন্বয়ক অরুন সরকার । এসময় অসহায় পরিবারটি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অত্র সংগঠনের সুযোগ্য সভাপতি শায়লা আজীমের প্রতি। জেলা সমন্বয়ক বলেন, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমগ্র দেশ জুড়ে গরীব দুখি, অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, বিধবা ও ঝড়ে পড়া মানুষের সেবা করে যাচ্ছে।তিনি সকলের কাছে সভাপতি শায়লা আজীমের সুদীর্ঘ আয়ু বৃদ্ধির দোয়া চেয়েছেন। যেন মহান আল্লাহ উনার সকল স্বপ্ন পুরন করেন।