
আলাউদ্দীন আহমেদ স্টাফ রিপোর্টার
তাড়াশ : বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন ও উপজেলা ছাত্র লীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।