
আল আমিন স্বাধীন
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি যেন গরু-ছাগলের গোয়াল ঘর । ঠিকমতো বাসেননা নেতাকর্মীরা । বিশেষ দিনগুলোতে জাতীয় দিবসে পতাকা উত্তোলন করলে আলোচনায় বসতে দেখা যায় না কাউকে ।আর বেশিরভাগ সময়ই তালাবদ্ধ থাকে দলীয় কার্যালয়টি ।
জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার পরাজিত প্রার্থী গাজিবুর রহমান (গাজী) ও সাধারণ সম্পাদক শ্রী নারায়ন চন্দ্র বাবু ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ও খড়কুটো, ছাগল হাঁস- মুরগি সহ নোংরা আবর্জনায় বেহাল দশা দেখা দিয়েছে এবং দলীয় কার্যালয়ের সামনে সেখানকার বাসিন্দা কাপড় টাঙিয়ে রেখেছে । এ ছাড়াও আওয়ামী লীগের দলীয় একাধিক ব্যানারগুলো উল্টেপাল্টে ঝুলে রয়েছে । জানা যায় মাঝে মাঝে কয়েকজন লোক এসে তালা খুলে বসে ২/৪ মিনিট পর আবার তালা লাগিয়ে চলে যায় অনেকদিন কার্যালয়ের তালা বন্ধ থাকায় খরকুটো, ছাগল, হাঁস – মুরগি রেখেছে । সাংগঠনিক কার্যক্রম এভাবে চলতে থাকলে আগামী পথচলা ইউনিয়নে আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যাবে না । তবে আগামীতে সংগঠনকে গতিশীল করতে দক্ষ নেতাকর্মীদের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা ।