
তারেক আজিজ চৌধুরী, স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন সিটি কলেজের সাবেক ছাত্রনেতা ও মক্কা কমিউনিটি নেতা এবং মক্কা আওয়ামী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব কাসেদুর রহমান।
দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত একপত্রে তাঁকে উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে মনোনীত করার কথা জানান। চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আপনার সুপরামর্শ ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।
জনাব কাসেদুর রহমান সাতকানিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি সাতকানিয়া আইনজীবী এডভোকেট আব্দুর রহমানের সুযোগ্য সন্তান।
সাতকানিয়ার গর্বিত সন্তান মানবিক নেতা জনাব কাশেদুর রহমান। দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থানরত প্রবাসীদের সমস্যা সমাধান ও এলাকায় অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করে পাশে থাকেন। তিনি করোনা কালীন সময়ে অসংখ্য প্রবাসী ও তাদের পরিবার সহ এলাকাবাসীর পাশে থাকায় দেশ ও প্রবাসে সর্ব মহলে জনপ্রিয় অর্জন করেছে।