
…..
” প্রিয়নবী সাঃ আমাদের ঈমানের মূলচাবি কাঠি
ধর্মীয় অবমাননাকারী বিরুদ্বে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়াতে হবে
“””””””””””””””””””'””””””””””””””””””””””
মোরশেদ রিমন।
ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুর দ্বীনি শিক্ষার প্রতিষ্টান হযরত নজির আহমদ শাহ রহ নুরানি ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসারর শুভাকাঙ্ক্ষী
চট্টগ্রাম একুশে ও ন্যাশনাল হাসপাতালের সম্মানিত পরিচালক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব ডাঃ আবদুর রহিম ও প্রবাসী আবদুল মোতালেব সাহেব আসন্ন পবিত্র হজ্জে বাইতুল্লাহ্ ও জিয়ারতে মুস্তফা দঃ সফর উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে হইতে
১০ই জুন এক সংবর্ধনা তরুণ সংঘ ক্লাবে অনুষ্টিত হয়
বিশিষ্ট সমাজ সেবক জনাব এম’ ইউনুস চৌধুরী সাহেবের সভাপত্বিতে
ও মাদ্রাসা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মওলানা হাজি শহিদুল্লাহ কাদেরি পরিচালনায়
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি
সমাজ সেবক আলহাজ্ব একেএম বখতিয়ার সাহেব.
সংবর্ধিত ব্যাক্তি ডাক্তার আব্দুল রহিম ‘ ও আব্দুল মুতালেব।
মওলানা কুতুবউদ্দিন রজভী ‘
নুর মুহাম্মদ বেলাল ‘ ব্যাংকার জাহেদ আসিফ ‘ মজাহার রিয়াদ ‘
উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুছা আল কাদেরী’ হাজী আব্দু নবী ‘
মওলানা আব্দুল মান্নান আনছারি ‘ হক কমিটি দক্ষিণ ধর্ম পুর শাখার সভাপতি ফজল করিম কোম্পানি ব্যাবসায়ী শাহ আলম.
জমির উদ্দিন. নুরুল আলম নুরু. জাহাঙ্গীর কন্টেন্টার ‘ ‘জাফর ‘ সৈয়দুল হক ‘
মওলানা জসিম রেজভী প্রমুক।
সংবর্ধনায় প্রদানকালে বক্তৃতা বলেন নবীজি সাঃ শানমানে বিয়াদবি করার কারনে ভারতে কুখ্যাত নাস্তিক দুশমন নবীন জন্দাল ও নপুর শর্মা কে গ্রেপ্তার ও শাস্তি দাবি জানাচ্ছি
বার বার তারা আমাদের প্রিয় নবী সাঃ শানে গোস্তাকি করে ধর্মপ্রান মুসলমানদের কলিজাতে আঘাত দিয়েছে অবলম্বে ধর্মীয় অবমাননায় কারনে তাদেরকে গ্রেপ্তারী করে একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দেওয়া আহবান জানিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি বলেন নবীজি সাঃ আমাদের ঈমানের চাবিকাঠি তার আর্দশ অনুসরণ মাঝে রয়েছে শান্তি ও মুক্তি
পরে হজ্জব্রত ব্যাক্তিদের কে মাদ্রাসা পরিচালনা কমিটি পক্ষ হইতে ক্রেস প্রদান পর মিলাদ কিয়াম ও দোয়া ও মওলানা মুছা আল কাদিরী মোনাজাত পরিচালনা মাধ্যমে শেষ হয়।।
ফটিকছড়ি প্রতিনিধি