দাগনভূঁঞা থানাধীন দক্ষিণ নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়া স্কুল ছাত্রীর ক্লু লেস হত্যাকান্ডের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মামলা রুজু ও ০৬ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তী মূলক জবানবন্দি প্রদান।

গত ২৫/০৬/২০২২ইং তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময়ে দক্ষিন নেওয়াজপুর গ্রামের ইউসুফ আলী ভূঁঞা বাড়ীর পিছনের এজমালী পুকুরের দক্ষিন পশ্চিম পাড়ে কড়ই গাছের গোড়ায় ০৭ বছর বয়সের ০১ জন স্কুল ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়।
সংবাদ প্রাপ্তীর সাথে সাথে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হত্যাকান্ড সম্পর্কে ফেনী জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করলে ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব মোঃ মাশকুর রহমান-পিপিএম এর নের্তৃত্বে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমামসহ একটি চৌকস টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল এলাকা কডন করেন এবং লাশের সুরতহাল প্রস্তুত করিয়া লাশ মর্গে প্রেরণ করেন। পুরো ঘটনাস্থল এলাকাটি পর্যবেক্ষন করেন এবং সুকৌশল ও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করিয়া অত্যন্ত বিচক্ষনতার সাথে হত্যাকান্ড সংঘটিত হওয়ার ঠিক ২৪ ঘন্টার মধ্যে ও মামলার রুজুর ০৬ ঘন্টার মধ্যে ঘাতক খুনিকে সনাক্ত পূর্বক গ্রেফতার করিতে সক্ষম হন। আসামীকে অদ্য ২৬/০৬/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে আসামী খুনের দায় স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে সম্পূর্ণ ঘটনা বর্ণণা পূর্বক স্বীকারোক্তী মূলক জবানবন্দি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *