
দোকানের চোরাই মালামালসহ ০১ জন চোর গ্রেফতার-
ফেনী জেলার দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমামের বিশেষ দিক নির্দেশনা ও সার্বিক তৎপরাতায় দোকান চুরির দ্রুত সময়ে উদ্ধার হলো চোরাই মাল এবং গ্রেফতার করা হয় দূধর্ষ চোরকে।
গ্রেফতারকৃত চোর মোঃ খায়েজ আহাম্মদ, পিতা-আব্দুল কুদ্দুছ, মাতা-মাফিয়া খাতুন, গ্রাম- কেরোনিয়া (মির্দা বাড়ী) , থানা- দাগনভূঁইঞা, জেলা –ফেনীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ১৭ জুন ২০২২খ্রিঃ তারিখ মধ্য রাতে বৃষ্টি চলাকালীন সময়ে মধ্যম কেরোনীয়া গ্রামের বাসীন্দা আবুল হাসেমের বাড়ীর দরজায় থাকা দোকানের শাটারের ০২টি তালা ভাঙ্গে এবং কৌশলে দোকানের বাহিরের লাইট বন্ধ করিয়া দোকানের ভিতর হইতে গ্যাস সিলিন্ডার, এলইডি টিভি, পানির পাম্পসহ বিভিন্ন মুদি মালামাল ও প্রাসাধনী সামগ্রীসহ ক্যাশ বাক্সের নগদ টাকা চুরি করে।
দোকানের মালিক বাদী হইয়া দাগনভূঁঞা থানায় মামলা দায়ের করার পরপরই উক্ত চোরকে গত ২০/০৬/২০২২ইং তারিখ রাত্রীবেলায় গ্রেফতার করে দাগনভূঁঞা থানা পুলিশের একটি টিম এবং উদ্ধার করে বিপুল পারিমানে চোরাই মালামাল। আসামীকে অদ্য ২১/০৬/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।